Dr manzoor e elahi biography definition
Dr manzoor e elahi biography definition
Dr manzoor e elahi biography definition ap!
অফিসিয়াল ওয়েবসাইট
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী একাধারে একজন গবেষক, শিক্ষাবিদ, ইসলামিক স্কলার ও লেখক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়-এর শরী‘আহ ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন লাভ করেন। তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
“আপনি যদি ‘আল্লাহর জন্য ইখলাস’ মিস করে ফেলেন, তাহলে শির্কে পতিত হবেন। আর যদি ‘আল্লাহর ইবাদতের’ ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ মিস করে ফেলেন, তাহলে বিদ‘আতে লিপ্ত হবেন।”
ড.মোহাম্মদ মানজুরে ইলাহী
আল-কুরআনুল কারীম মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ ও চিরন্তন মু‘জিযা, বিশ্ব মানবতার মুক্তিসনদ। এতে রয়েছে মানব জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট হিদায়াত ও দিক-নির্দেশনা, রয়েছে আলোকবর্তিকা, উপদেশ, রহমত ও অন্তরের যাবতীয় ব্যাধির উপশম।
মুমিন মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণ করে। কেননা রাসূলুল্লাহ সাল